শিলিগুড়ি মহকুমার বিধাননগরে ১২টি গরু সহ গ্রেফতার দুই
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
বুধবার গভীর রাতে পাচারের আগে ১২ টি গোরু সহ দুজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম প্রকাশ শাহ (২৪) মহম্মদ সাহিরু (৩২)। এদের মধ্যে প্রকাশ আলিপুরদুয়ার জেলার জয়গাঁ এবং সাহিরু উত্তর দিনাজপুর জেলার সোনাপুর হাট এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে বুধবার গভীর রাতে ফাঁসিদেওয়া ব্লকের জগননাথ পুর এলাকায় নাগা চেকিং চলায় বিধাননগর থানার পুলিশ। ঠিক সেই সময় দুটি সাদা রংএর পিকআপ ভ্যান আটক করে। এবং সন্দেহ হলে গাড়িদুটিতে তল্লাশি চালায় পুলিশ। এরপর একটি গাড়িতে ছয়টি ষাঁড় এবং অন্য গাড়ি থেকে ছয়টি গাই বাছুর উদ্ধার হয়। এরপর চালকদের বৈধ নথি দেখাতে বলা হয়। কিন্তু তারা কোন বৈধ নথি দেখাতে না পারায় দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অপরদিকে পুলিশি সূত্রে জানা গেছে যে উদ্ধার হওয়া গরুগুলো বিহার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বিধাননগর থানার পুলিশ। এবং উদ্ধার হওয়া গোরু খোয়ারে পাঠানো হয়েছে। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
No comments