Recent comments

ads header

Breaking News

শিলিগুড়িতে আজ থেকে সাত দিনের জন্য লকডাউন

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: 
শিলিগুড়িতে আজ থেকে সাত দিনের জন্য লকডাউন। এদিন শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বৈঠকে বসেন জেলা টাস্কফোর্স। এদিন উপস্থিত ছিলেন  রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, জেলাশাসক এস পন্নমবলম, পুলিশ কমিশনার ত্রিপুরারি আর্থব সহ টাস্ক ফোর্সের সদস্যরা। এবং বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী গৌতম দেব বলেন যে আগামীকাল সকাল ৯টা থেকে সাতদিনের জন্য লকডাউন থাকছে শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডে। এই আনলকের সময় কালে শিলিগুড়ি সংলগ্ন পুরনিগম এলাকায় কোভিড পজিটিভের সংখ্যা বেশ কিছুটি বেড়েছে। এইটা মাথায় রেখে ও রাজ্য সরকারের নির্দেশিকা মেনে এই সিদ্ধান্ত। তবে জরুরী পরিষেবায় ব্যাঘাত ঘটবে না। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এপ্রিল মাসে যেভাবে লকডাউন ছিল ঠিক সেই ভাবেই এই সাতদিন লকডাউন চলবে। এর বাইরে মাটিগাড়া দুই,মাটিগাড়া বাজার,চম্পাসারি বাজার,শালবাড়ি এবং মাটিগাড়ার আরও বেশ কিছু জায়গায় নিয়ে আলোচনা হয়েছে।এর পাশাপাশি কনটেন্টমেন জোনের পরিধি বাড়নো হবে। এবং সেইখানেও কড়াকড়ি ভাবে লকডাউন মানা হয় তার জন্য কালকে ডিএম দার্জিলিং সিদ্ধান্ত নেবেন। তবে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না কেউ এটাই বলবো সকলকে।

No comments