নকশালবাড়িতে সিপিএম ও বিজেপি ছেড়ে ২০০ পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেসে
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার সিপিএম,বিজেপি ছেড়ে ২০০ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন নকশালবাড়ির দয়ারামে আনুষ্ঠানিক ভাবে নতুনদের দলীয় পতাকা তুলে দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন সরকার,জেলার সহ সভাপতি অমর সিনহা,নকশালবাড়ি ব্লক সভাপতি পৃথ্বীশ রায়,মনিরাম অঞ্চল সভাপতি ভানু বর্মন, মনিরাম গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান গৌতম ঘোষ সহ অন্যান্যরা। সব শেষে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন সরকার সংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে করোনা পরিস্থিতিতে গত চার মাস ধরে রাজ্য সরকারের কাজ দেখে। এবং দলের মন্ত্রী ও নেতাদের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এতে সাধারণ মানুষ খুশি হয়েছেন। এবং আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই সময় তিনি ছাড়া আর কেউ পাশে দাড়য়নি। এবং এই জায়গার বিপুল সংখ্যক নেপালি সম্প্রদায়ের ২০০ পরিবার এদিন আমাদের দলে যোগদান করলেন। এদের মধ্যে বেশির ভাগ বিজেপি থেকে এসেছে। এর পাশাপাশি তিনি আরও বলেন গ্রাম বাংলায় বিজেপির চরম ভাঙ্গণ শুরু হয়েছে। এই পরিস্থিতি বড় আকারে কর্মসূচি নেওয়া যাচ্ছে না। কিন্তু আগামী সপ্তাহে আরও অনেকেই যোগদান করবেন।
No comments