টিভি দেখাকে কেন্দ্র করে দুই বন্ধুর বচসা, গুরুতর আহত ১ ও গ্রেপ্তার ১
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বৃহস্পতিবার রাত্রে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায় পুলিশ সূত্রে খবর আক্রান্ত ওই যুবকের নাম নেপাল শীল(২৮) ও ধৃত যুবকের নাম নিরঞ্জন পাল(৩০)তাদের দুজনের বাড়ি নয়াবাজার এলাকায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে নেপাল শীল নামে ওই যুবক।অপরদিকে ধৃতনিরঞ্জন পালকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গেছে গঙ্গারামপুর থানার নয়াবাজার গোপালপুর এলাকার বাসিন্দা নেপাল শীল অপরদিকে নয়াবাজার পালপাড়া এলাকার বাসিন্দা নিরঞ্জন পাল। তারা দুজনে শ্রমিকের কাজ করে। তারা স্থানীয় একটি ক্লাবের সদস্য বলে খবর। জানা গেছে গত কয়েকদিন আগে ক্লাবে টিভি দেখা নিয়ে দুজনের মধ্যে বচসা বাধে। ঘটনার পরে ক্লাব সদস্যরা নিজেদের মধ্যে মীমাংসা করে দেয় নেপাল ও নিরঞ্জনের মধ্যে।ঘটনার কয়েকদিন পরে বৃহস্পতিবার রাত্রে কাজ থেকে বাড়ি ফেরার পথে নিরঞ্জন পালের ওপরে চাকু নিয়ে চড়াও হয় নেপাল শীল বলে অভিযোগ।হামলার পরে নেপালের কাছ থেকে চাকু কেড়ে নিয়ে নিয়ে নেপালের উপরে চড়াও হয় নিরঞ্জন পাল বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয় নেপাল শীল। এবং ঘটনার পরে অভিযুক্ত নিরঞ্জন পাল কে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতকে গঙ্গারামপুর মহাকুমার আদালতে তোলে পুলিশ। অপরদিকে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে নেপাল শীল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
No comments