Recent comments

ads header

Breaking News

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে রাস্তায় নেমে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের রাস্তায় নেমে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। সোমবার বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের ডাকে বালুরঘাট থানার সামনে বেশ কিছুক্ষণ এই অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলার জেলা নেতৃত্ব ও কর্মীরা। এদিন তৃণমূল কংগ্রেসের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অর্পিতা ঘোষ, তৃণমূল নেতা শংকর চক্রবর্তী, তৃণমূল নেতা দেবাশিষ মজুমদার, তৃণমূল কংগ্রেসের বালুরঘাট শহর কমিটির সভাপতি সুভাষ চাকী এবং তৃণমূল যুব কংগ্রেসের বালুরঘাট শহর কমিটির সভাপতি মহেশ পারেখ। তৃণমূলের জেলা নেতৃত্ব সূত্রে খবর ১ মাসে টানা ২২ বার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা জেলা জুড়ে অঞ্চল ভিত্তিক তাদের এই অবস্থান বিক্ষোভ চলছে যা সপ্তাহব্যাপী চলবে। এদিন এই অবস্থান বিক্ষোভ চলাকালীন তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি অর্পিতা ঘোষ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন কোভিড-১৯-এর সময়ে কেন্দ্রীয় সরকার রেল ও বিমানের বেসরকারিকরণের দিকে হাটছে এবং কোভিড-১৯-এর সময়কে বেছে নিয়েছে এত পরিকল্পনা করে যাতে বহু মানুষ রাস্তায় নেমে একসঙ্গে আন্দোলন করতে না পারে। অর্পিতা ঘোষ বলেন এই মুহূর্তে সারা পৃথিবীতে যেখানে ক্রুড ওয়েলের দাম কমছে সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের মোদী সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে এবং সেটা নিয়ন্ত্রণহীন। যার ফলে সমস্ত জিনিসের দাম বাড়ছে। তিনি জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে সারা পশ্চিমবঙ্গের সাথে দক্ষিণ দিনাজপুরেও তাদের এই লড়াই চলছে।

No comments