চুরি যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিল বালুরঘাট থানা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকের হাতে ফিরিয়ে মানবিক মুখ হিসেবে দেখা দিল বালুরঘাট থানার পুলিশ। পুলিশের এই ভূমিকায় খুশি শহরবাসি। যদিও খোদ মোবাইল ফোনের মালিক নিজেও ভাবতে পারেন নি যে তিনি প্রায় একবছর আগে তার হারিয়ে যাওয়া মোবাইলটি ফের ফিরে পাবেন। ফিরে পেয়ে পুলিশের এই ভুমিকায় খুশি মোবাইল ফোনের মালিক বালুরঘাট শহরের বাসিন্দা অয়ন কুন্ডু।
২০১৯ সালের নভেম্বর মাসে বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ড থেকে পেশায় শহরের একটি ব্যাংকের কর্মী অয়ন কুন্ডুর মোবাইলটি চুরি হয়ে যায়। দামি ফোন হারিয়ে কিছুটা মনমরা হয়ে বালুরঘাট থানায় মোবাইলের ক্রয়ের যাবতীয় তথ্য প্রমান সহ অভিযোগ জানান।এরপর কেটে যায় প্রায় নয় মাস। প্রায় ভুলতেই বসেছিলেন তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা। ভেবেছিলেন আর পাওয়া সম্ভব নয়।কিন্তু গত শনিবার আচমকাই বালুরঘাট থানা থেকে পুলিশের একটি ফোন তাকে তার সেই না পাওয়ার ভাবনাকে মিথ্যে প্রমানিত করে আশার আলো জাগিয়ে তোলে। পুলিশের ডাকে সাড়া দিয়ে সোমবার বিকেলে বালুরঘাট থানায় এলে অয়ন কুন্ডুর হাতে তার চুরি যাওয়া দামি মোবাইল ফোনটি উদ্ধার করে ফিরিয়ে দেয় বালুরঘাট থানার পুলিশ।হাতে তার চুরি যাওয়া দামি ফোন হাতে ফিরে পেয়ে পুলিশের ভূমিকায় খুশিতে বেশ কিছুক্ষন বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে সম্বিৎ ফিরে পেতে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
No comments