নৌকা করে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে নৌক থেকে ঝাপ এক তরুনীর
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন : বালুরঘাট: নৌকা করে নদী পার হওয়ার সময় আচমকাই মাঝ নদীতে নৌক থেকে ঝাপ এক তরুনীর। ঘটনার পর স্থানিয়রা ওই নৌকা নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ভরা বর্ষায় ফুলে ফেপে থাকা নদীর জলে নিমেষেই তলিয়ে যায় ওই তরুনী। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রঘুনাথ পুর এলাকার আত্রেয়ী নদীর খেয়া ঘাটে।খবর পেয়ে বালুরঘাট থানা থেকে পুলিশ গিয়ে তল্লাশি শুরু করলেও এখনও ওই তরুনীকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানিও সুত্রে জানা গেছে ত্রিশ বছর বয়ষ্ক ওই তরুনীর নাম ফুলমনী ঢঢোরিয়া। সম্ভবত সে মানসিক ভারসাম্যহীন, বাড়ি নদীর ওপারে কালিকাপুর গ্রামে।
স্থানিও সুত্রে জানা গেছে আজ দুপুরে রঘুনাথপুর বাজার এলাকায় ওই মেয়েটিকে কিছুটা ভারসাম্যহীন ভাবে ঘুড়তে দেখা গেছে। সেখান থেকে কিছুক্ষন পরেই সে তার বাড়ি কালিকাপুর যাওয়ার জন্য খেয়াঘাটে এসে নৌকায় চাপে। নৌকাতেও তার আচরন অস্বাভাবিক ছিল। মাঝ নদীতে নৌকা গেলে আচমকাই সে নদীতে ঝাপ দেয়। নৌকার অনান্য যাত্রীদের চেচামেচিতে স্থানিও রা ছুটে এসে তাকে বেশ কিছুটা ভেসে যেতে দেখে নৌকা নিয়েই উদ্ধারের চেষ্টা চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয় নি। এরপরেই তারা বালুরঘাট থানার পুলিশে খবর দিলে থানা থেকে পুলিশ এসে তদন্তে নামার পাশাপাশি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে বলে স্থানিও বাসিন্দারা জানিয়েছে।
No comments