রেল বেসরকারিকরণের প্রতিবাদে পূর্ব বর্ধমানের কৈয়র গ্রামে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
রেল বেসরকারিকরণ এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল পূর্ব বর্ধমান খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কৈয়র অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন খণ্ডঘোষ ব্লকের কৈয়র রেল স্টেশন এ রেল বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা খণ্ডঘোষ ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান আগমনী চক্রবর্তী (দলুই ), খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী ঝর্ণা পাল, প্রাক্তন কৈয়র গ্রাম পঞ্চায়েত প্রধান হীরা রাস সহ অঞ্চল কর্মীরা। অনুষ্ঠানের মঞ্চ থেকে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত বলেন, কেন্দ্রীয় সরকার অসহায় মানুষদের কথা না ভেবেই একের পর এক জন বিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি আরো বলেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবছেন কিভাবে বাংলার মানুষকে শান্তিতে রাখা যায় সেখানে কেন্দ্র সরকার বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন।
No comments