বিনা মূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং ভবঘুরেদের আশ্রয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের সেহারাবাজারে,
সেহারাবাজার রহমানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট সর্বত্র এবং সর্বক্ষণের জন্য বিভিন্ন সামাজিক কাজ কর্মে যুক্ত থাকেন উক্ত ট্রাস্টের কর্মকর্তারা।
পাশাপাশি সমাজের অবহেলিত মানুষদের জন্য বিশেষ সাহায্যের ব্যবস্থা ধারাবাহিক ভাবে করে আসছেন।
এবার তাদের নিজস্ব উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ পরিষেবা প্রদান করা, এবং রাস্তার ঘুরে বেড়ানো অসহায় ভবঘুরেদের উদ্যেশ্যে আশ্রয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিলেন উক্ত ট্রাস্ট কতৃপক্ষ, এমনটাই জানালেন ট্রাস্টের সম্পাদক হাজি কুতুবুদ্দিন।
আজ স্বাস্থ পরিষেবা প্রদান করার জন্য গ্ৰামীন ডাক্তারদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সেহারাবাজার রহমানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট অধীন, রহমানিয়া আল আমিন মিশনের অফিসে।
এই আলোচনা সভায় উপস্থিত আগত গ্রামীণ ডাক্তার রা জানান, দুঃস্থ মানুষদের বিনা মূল্যে স্বাস্থ্য পরিষেবা দেবার এমন সুযোগ করে দেবার জন্য ট্রাস্ট কর্তৃপক্ষ কে অশেষ ধন্যবাদ। উক্ত অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন সেহারাবাজার রহমানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজি কুতুবুদিন , সহ সম্পাদক সফিকুল ইসলাম ,সভাপতি বদরুল আলম ,
কার্যকরী সভাপতি - আশরাফ আলী
গ্রামীণ ডাক্তারদের মধ্যে
চন্দন যশ ,ওয়াজেদ আলী সেরিনা বেগম ,সহ অন্যান্য আরও অনেকে ।
No comments