Recent comments

ads header

Breaking News

আগামীকাল থেকে তমলুক শহরে কার্যকর হচ্ছে সম্পূর্ণ লকডাউন, ছাড় জরুরি পরিষেবায়

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: .
তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় প্রত্যেকদিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য। ইতিমধ্যেই রাজ্য সরকারের নির্দেশিকায় তাম্রলিপ্ত পৌরসভার ৮ টি ওয়ার্ড কে কনটেন্টমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ২ টি ওয়ার্ড সম্পূর্ণ এলাকা ও ৬ টি ওয়ার্ড এর আংশিক এলাকা রয়েছে। কিন্তু লকডাউন মানছেন না মানুষজন।   তাই আজ তাম্রলিপ্ত পৌরসভার মিটিং হল এ তমলুক শহরের ব্যবসায়ী, এক্স-কাউন্সিলর, জেলার প্রশাসনিক আধিকারিক দের নিয়ে একটি বৈঠক এর আয়োজন করা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল থেকে ১০ দিনের জন্য তমলুক শহরকে সম্পূর্ণ লকডাউন এর আওতায় রাখা হবে। শুধুমাত্র মানুষের অসুবিধার কথা মাথায় রেখে সোমবার, বুধবার ও শুক্রবার সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্রর দোকান খোলা থাকবে (১১ টা পর্যন্ত গুছিয়ে বন্ধ করার শেষ সময়) ও রবিবার ১২ টা পর্যন্ত খোলা থাকবে। বাকি দিনগুলোতে কোনো দোকানপাট খোলা রাখা যাবে না। মানতে হবে কমপ্লিট লকডাউন নিয়ম। আগামীকাল থেকে ১০ দিন সম্পূর্ণ তমলুক শহরে এই পক্রিয়া কার্যকর থাকবে। তারপর অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ওষুধ দোকান ও জরুরী পরিষেবা কে এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।

No comments