রায়না এক নম্বর ব্লকে একুশে জুলাই এর প্রস্তুতি সভা এবং সোশ্যাল মিডিয়া গ্রুপের পক্ষে একটি সভা করলেন রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুই
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান, রায়না এক নম্বর ব্লকে একুশে জুলাই এর প্রস্তুতি সভা এবং সোশ্যাল মিডিয়া গ্রুপের পক্ষে একটি সভা করলেন রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুই। সভাটি অনুষ্ঠিত হয় রায়না ১ এর মহিলা মহাসংঘের হলে । উক্ত সভায় উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুই ছাড়াও রায়না ১ নং ব্লক সভাপতি শৈলেন্দ্র সাইঁ সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, রায়না ১ নং ব্লকের যুব সভাপতি এবং অন্যান্য আরও অনেকেই। এদিনের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুই বলেন, " প্রতিবছর একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাবেশ বা জমায়েত করা হয়। কিন্তু এই বছর তা সম্ভব নয়। তাই শহীদ বেদীতে মাল্যদান করে এই দিনটা পালন করা হবে। করোনা পরিস্থিতির জন্য ২১ শে জুলাই শহীদ দিবসের সভা হচ্ছে না"।
No comments