মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করল শিলিগুড়ির রিঙ্কিনি ঘটক
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
বুধবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল। মেধা তালিকায় রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করল শিলিগুড়ির রিঙ্কিনি ঘটক। সে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ শিক্ষক শিক্ষিকারা। ভবিষ্যতে রিঙ্কিনি গবেষনা করতে চায়। এই বিষয়ে রিঙ্কিনি বলেন যে তেমন ভাবে মেপে পড়শুনো করতাম না। সারাদিনে ছয় থেকে সাত ঘন্টা পড়তাম। এবং পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, ক্যুইজ, ছবি আকতেও ভালোবাসতাম। তবে আমি আশা করেছিলাম ভাল ফল হবে কিন্তু এত ভাল হবে আশা করেনি। এবং এদিন প্রথমে বাড়ির লোকজন আমাকে বলে। অপরদিকে রিঙ্কিনির মা ভাস্বতী ভট্টাচার্য ঘটক বলেন যে খুবই ভাল লাগছে এবং আমি খুব খুশি।
No comments