Breaking News

ভয়ানক বজ্রপাতের জেরে আতঙ্কিত গ্রামবাসীরা

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: বর্ধমান ১ নং ব্লকের সরাইটিকর গ্ৰাম পঞ্চায়েতের সিজে পাড়া গ্রামে তৈয়ব মন্ডলের বাড়িতে গতকাল রাতে ৯ঃ৩০ নাগাদ বজ্রপাত হয়।  আকস্মিক এই বজ্রপাতে কেঁপে ওঠে গোটা গ্রাম।প্রবল ঝড় বৃষ্টির সাথে সাথে বজ্রপাতের ভয়ানক তীব্রতায় বাকরুদ্ধ হয়ে পরে গ্রামবাসীরা। হটাৎ আলোর তীব্র ঝলকানিতে ধাঁধিয়ে যায় চোখ, সঙ্গে কানফাটানো শব্দ, কেঁপে ওঠে ঘর।  গ্রামের বেশির ভাগ বাড়িতেই টিভি, ফ্রিজ সহ নষ্ট হয়ে যায় বেশকিছু ইলেকট্রিকের  সরঞ্জাম।
ভয়ানক বজ্রপাতের জেরে  তৈয়ব মন্ডল এর বাড়ির সানসেট ভেঙে পড়ে। ভেঙ্গে পড়ে জানলার কাঁচ।
এছাড়াও ইলেকট্রিক বোর্ডে আগুন জ্বলে যায়।
হঠাৎ এই বজ্রপাতে এলাকার সকল মানুষজন উত্তেজিত  হয়ে পরেন।
এলাকাবাসিরা জানান রাতের বেলায় বজ্রপাত হওয়ায়  কোনো প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। দিনের বেলায় বজ্রপাত হানা দিলে হয়তো  প্রাণহানির ঘটনা ঘটলেও ঘটতে পারতো ।

No comments