করোনা ও আমফান নিয়ে রাজ্যে বিজেপি বিভিন্ন কুৎসা রটাচ্ছে অভিযোগ রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘরুই এর
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনা ও আমফান নিয়ে রাজ্যে বিজেপি বিভিন্ন কুৎসা রটাচ্ছে এই দাবি করে রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘরুই একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। রায়না ১ ব্লকের বেলসর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। বিধায়ক নেপাল ঘোড়ুই সাংবাদিক বৈঠকে বলেন, মহামারী করোনা ও ঝড় আম্ফানকে নিয়ে রাজ্যের বিজেপি দল রাজনীতি করছে। বিশেষ করে কেন্দ্রের শাসকদল উল্লেখিত দুই ঘটনাকে কেন্দ্র করে বাংলা ও রাজ্য সরকারের বদনাম করার চেষ্টা করছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘরুই, রায়না ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈলেন্দ্র সাঁই,রায়না ১ পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহন্ত,সহ সভাপতি সেখ আনোয়ার আলি, রায়না ২ পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক,সহ সভাপতি আনসার আলি খাঁ, রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী যুব সভাপতি সৈয়দ কলিমুদ্দন, রায়না ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুস্তাফা চৌধুরী, যুব নেতা দীপ দত্ত সহ অন্যান্যরা।
No comments