দেবীপুর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের উপর রেল ইঞ্জিন ও মোটর বাইকের সংঘর্ষে মৃত বাইক আরোহী
জানা গেছে মৃত যুবকের নাম আমিরুল হক (৩৫), বাড়ি পূর্ব বর্ধমানের চোটখন্ডের জুুঝারপুুুর গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান লেভেল ক্রসিংয়ের গেট পড়ার পর ঐ যুবক জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পাড় হতে যাচ্ছিলেন। এমতাবস্থায় স্কুটির পিছনের চাকা লাইনে আটকে যাওয়ায় উল্টো দিকে থেকে আসা টি আর ভ্যান ইঞ্জিননের সাথে ধাক্কা লাগে এবং রেল ইঞ্জিন টি লেভেল ক্রসিং থেকে দেবীপুর স্টেশন পর্যন্ত ঐ যুবককে টেনে নিয়ে আসে, এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ যুবকের।
পরে রেল পুলিশের আধিকারিক ও পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এলাকায় রয়েছে তীব্র চাঞ্চল্য।
No comments