Recent comments

ads header

Breaking News

করোনা হোক বা আমফান, কেবল অপারেটররা কিন্তু কাজ করেই চলেছে

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন; বাংলার হাজার হাজার মানুষ কেবল অপারেটরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। কেবল অপারেটরদের পরিশ্রম বিচার করা যথার্থ নয়। দিন হোক বা  রাত তাদের ছুটে বেড়াতে হয় মই হাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। 
অপরদিকে বেশ আয়েস করে সোফায় বা গদিতে বসে আনন্দ উপভোগ করেন আমজনতা, আর সেটা অবশ্যই কেবলের মাধ্যমে। 
কেউ শোনেন খবর, কেউ বা দেখেন  খেলা, আবার কেউ কেউ বা সিনেমা। এমনকি বাচ্ছাদের স্কুলের পড়ালেখাও হচ্ছে টেলিভিশনের পর্দায়। স্বাস্থ্যসমাচার থেকে শুরু করে নাটক, সিনেমা সবই উপভোগের ব্যাবস্থা করে থাকেন কেবল অপারেটররা বা কেবল ব্যাবসায়ীরা। 
ঝড়, বৃষ্টি, মহামারী সবসময়ই কেবলের সেবা অব্যাহত রয়েছে। 
নিরবছিন্নভাবে সেবার ধারাবাহিকতা ধরে রাখতে অবশ্যই এই নেটওয়ার্ক কর্মীদের গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেই অনেকের মত। 
রাজ্য যখন করোনা আক্রান্ত এবং আম্ফান ঝরে লণ্ডভণ্ড! কোথাও গাছ ভেঙে পড়েছে, কোথাও আবার কেবল ইন্টারনেটের তার ছিঁড়ে পরে গেছে, এখনো পর্যন্ত্য বেশ কিছু জায়গায় পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি হয়ে ওঠেনি, সেই জায়গায় দাঁড়িয়ে কেবল অপারেটররা যথাসম্ভব পরিষেবা দিয়ে চলেছে।

No comments