রায়না ১ ব্লকের মোগলমারীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উলটে গেল একটি ধান বোঝাই লরি
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: রায়না ১ ব্লকের মোগলমারীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উলটে গেল একটি ধান বোঝাই লরি।
জানা গেছে গত রাতে লড়িটি ২০০ বস্তা ধান নিয়ে আরামবাগের দিক থেকে বর্ধমান মুখে যাচ্ছিল। এরপর রাত্রি ২ টা নাগাদ লড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উলটে যায়।
এই দূর্ঘটনার পর লড়ির চালক ও খালাসি সুস্থ আছেন বলে যানা গেছে।
এবং এই দূর্ঘটনার ফলে এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী গাড়ি মালিকের।
No comments