২০২১ এর বিধানসভা ভোটকে পাখির।চোখ করে বুনিয়াদপুর পৌর এলাকায় যুব তৃনমূলের ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠিত হল
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বুনিয়াদপুর পৌর এলাকায় যুব তৃনমূলের ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠিত হল
একুশের বিধানসভা ভোট কে সামনে রেখে করোনা আবহের মাঝেই এখন থেকেই দক্ষিণ দিনাজপুর জেলায় সাংগঠনিক পরিকাঠামো শক্তিশালী করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব।
এবার বুনিয়াদপুর পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে যুব তৃনমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য, ওয়ার্ড ভিত্তিক যুব তৃণমূলের কমিটি গঠিত হল।
এইদিন বুনিয়াদপুর পঞ্চায়েত সমিতির ঘরে আয়োজিত যুব তৃনমূলের ওয়ার্ড কমিটি গঠনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার, জেলার যুব তৃণমূল সম্পাদক সরফরাজ আলী, বুনিয়াদপুর টাউন যুব তৃণমূল কনভেনার তন্ময় সরকার, বুনিয়াদপুর টাউন তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদ কনভেনার সায়ন্তন মণ্ডল , আইএনটিটিইউসি কনভেনার প্রতাপ চন্দ্র প্রামাণিক ও প্রশান্ত তিওয়ারি তৃণমূল নেতা সুমন সরকার সহ অন্যান্যরা।
কোরোনা আবহের মাঝেই আগামী বিধানসভা ভোট কে পাখির চোখ করে, পৌর এলাকার ওয়ার্ড গুলিতে যুব তৃণমূলের মাটি শক্ত করে তুলতে এখন থেকেই ত্রুটি রাখতে চাইছে না তৃণমূল নেতৃত্ব এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
No comments