বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার এগরায়
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: সাধারণত কাদা-জলে কচ্ছপ কালো বা মেটে রংএর কচ্ছপ সবসময়ই দেখা যায়।কিন্তু মঙ্গলবার সকালে পুকুরে জাল ফেলতে গিয়ে আচমকাই হলুদরঙের একটি প্রাণীকে দেখতে পান পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পাঁচরোল গ্ৰামের চন্দন পাত্র। তিনি তৎক্ষণাৎ প্রতিবেশীদের ডেকে সেটিকে দেখান। ওই ব্যক্তি প্রথমে ভেবেছিলেন এটি অন্য কোনও বিশেষ প্রাণী। ভাল করে দেখার পর তাঁরা বুঝতে পারেন আদতে কচ্ছপ ওই হলুদ রঙা প্রাণীটি। এরপরই ওই ব্যক্তি সেটিকে বাড়িতে নিয়ে যান। মুখে মুখে খবর ছড়িয়ে পড়তেই প্রাণীটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ। এই খবর এগরা বন দফতরে জানানো হলে বন দফতরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
No comments