Recent comments

ads header

Breaking News

পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর থানা এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় আক্রান্ত চার যুবক

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে চন্ডিপুরের থানার দিবাকরপূর ৯ নং  অঞ্চল পঞ্চায়েতের অর্ন্তগত গিয়াখালি ও নন্দপুর গ্রামে সংযোগস্থলে রাস্তার ধারে দীর্ঘদিন ধরে এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছিল।
গতকাল সন্ধ্যায় তারই প্রতিবাদ করেন স্থানীয় কয়েকজন যুবক। আর এই অসামাজিক কার্যকলাপ ও ইভটিজিং এর প্রতিবাদ করায়, পাশের গ্রামেরই  কয়েকজন যুবক তাদের ওপর রড, লাঠি নিয়ে চড়াও হয় । সেখানেই মাটিতে ফেলে বেধড়ক মারধর করে এর ফলে দুজনের মাথা ফাটে, ৩ জন গুরুতর আহত হয়ে ।

ঘটনার চিৎকার শুনে এলাকার লোকজন বেরিয়ে আসে তখন দুঃস্কৃতিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজনেরা আহতদের চন্ডিপুর হাসপাতালে ভর্তি করে, সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা এই ঘটনা চন্ডীপুর থানায় জানায় পরে চন্ডিপুর থানার পুলিশ আসে। রাত থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।
 

No comments