সোমবার থেকে খুলে গেলো পূর্ব বর্ধমানের কালনা রাজবাড়ী ও ১০৮ শিব মন্দির
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: সোমবার থেকে খুলে গেলো পূর্ব বর্ধমানের কালনা রাজবাড়ী ও ১০৮ শিব মন্দির।
তবে একবারে ১০ জনের বেশি প্রবেশের উপর রয়েছে নিষেধাজ্ঞা। করোনাভাইরাস সংক্রমণের ফলে দুইমাসের ও বেশি সময় ধরে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর তার জেরে বেজায় বিরক্ত ছাত্রছাত্রীরা। তারা না পারছে বাইরে বেরোতে আর না পারছে কোনো গ্রাউন্ড এ খেলাধুলা করতে। এমনকি প্রাপ্ত বয়স্কদের প্রাতঃ ভ্রমণ এবং বৈকালের সময় পাস করাও কঠিন হয়ে পড়েছিল। পাশাপাশি মন্দির বন্ধ থাকায় আরও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ মানুষজন। এমন পরিস্থিতিতে অসাধারণ উদ্যোগ রাজবাড়ী এবং ১০৮ শিব মন্দির খুলে যাওয়ায় খুশি কালনার এলাকাবাসী।
No comments