হলদিয়ায় রাতের অন্ধকারে বিজেপি নেত্রীর বাড়িতে দুষ্কৃতী হামলা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির তমলুক সাংগঠনিক সদস্য কেকা পাহাড়ির বাড়িতে কাল রাতে দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি নেত্রী কেকা পাহাড়ি বলেন যে হলদিয়া দুর্গাচক বসতবাড়িতে রাত দুটো নাগাদ দুষ্কৃতীরা বাড়ির জানালার কাঁচ ভেঙে নোংরা আবর্জনা ফেল। সারারাত আমরা ঘুমোতে পারিনি ভয়ে-আতঙ্কে। বিজেপি তমলুক সংগঠনের সভাপতি নবারুণ নায়েক জানান যে ক্রমশ বিজেপি কর্মীদের উপর আক্রমণ বেড়ে চলেছে। হলদিয়া তে তৃণমূলের দুষ্কৃতী তাণ্ডব বাড়ছে। একজন মহিলা নেত্রীর বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে আমরা প্রশাসনকে জানাবো। যদিও তৃণমূলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
No comments