Recent comments

ads header

Breaking News

দীঘা যাওয়ার পথে দুর্ঘটনায় আহত চার পর্যটক

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: সৈকত নগরী দিঘাতে বেড়াতে আসার পথে দুর্ঘটনায় আহত হলেন চারজন পর্যটক। পথ দুর্ঘটনার মৃত্যু হল ষাঁড়ের।  জানাগেছে বৃহস্পতিবার সকালে কলকাতার খিদিরপুর থেকে চারজন পর্যটকে একটি দল দিঘার উদ্দেশ্যে আসছিল। এদিন দিঘা আসার সময় সময় হেঁড়িয়ার কাছে এলে একটি গাড়ি সামনে থেকে একটি ষাঁড় চলে আসায় পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ষাঁড়কে ধাক্কা মেরে পাশের নয়ানজুলিতে নেমে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ষাঁড়টির এবং জখম হয় ওই চারজন পর্যটকের দল। সঙ্গে সঙ্গে স্থানীয় তৎপরতার ওই পর্যটকদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

No comments