কোলাঘাট ব্লক ও খন্যাডিহি যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: কোলাঘাট ব্লক যুব তৃনমূল কংগ্রেস ও খন্যাডিহি অঞ্চল যুব তৃনমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে শনিবার সকালে আয়োজিত হলো রক্তদান শিবির।এদিন প্রথমে লাদাখে মৃত ভারতীয় জোয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে রক্তদানের সূচনা করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক সংগ্রাম দোলই,কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া,সহসভাপতি রাজকুমার কুন্ডু,কৃষিকর্মাধ্যক্ষ বিশ্বজিৎ পাত্র, জেলাপরিষদের মেন্টর অসিত ব্যানার্জী সহ স্থানীয় তৃনমূল নেতৃত্ব।
No comments