Recent comments

ads header

Breaking News

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল দক্ষিণ দমদমে

সৌভিক সরকার, নিউজ অনলাইন: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল দক্ষিণ দমদমে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দক্ষিণ দমদম টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি দয়াময় ভট্টাচার্যের দলীয় কার্যালয়ে হামলা চালাবার অভিযোগ উঠল তৃণমূলের অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও হামলাকারীরা তৃণমূলের বিরুদ্ধেই কথা বলছিল এমনটাই অভিযোগ আক্রান্ত গোষ্ঠীর।


জানা গেছে ১৯শে মে সন্ধ্যা বেলায় দয়াময় ভট্টাচার্যের অনুগামীরা বেদিয়াপাড়ার ওই দলীয় কার্যালয়ে বসে ছিল। সেই সময়ে বেশ কয়েকজন অপর গোষ্ঠীর দুষ্কৃতী হামলা চালায়। দলীয় কর্মীদের হুমকি দেয় এবং মারধর করে। এর পরে খবর পেয়ে দয়াময় ভট্টাচার্য এবং বর্তমান প্রশাসক বোর্ডের সদস্য গোপা পান্ডের অনুগামীরা ঘটনাস্থলে এসে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।

No comments