Recent comments

ads header

Breaking News

খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলে আমফান ঝরে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারের হাতে ২০০০০ টাকার চেক তুলে দিল প্রশাসন


কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের,  খণ্ডঘোষ ব্লকের, কৈয়র অঞ্চলের অন্তর্গত তোড়কোণা, গুইর, আম্বা এবং বড়ো গোপীনাথপুর গ্রামের ১০টি আম্ফান বিপর্যস্ত  পরিবারের হাতে,  রাজ্য সরকারের তরফে এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সহযোগিতায়,    ২০, ০০০ টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া  হলো। এবং অনুদানের সাথে  মুখ্যমন্ত্রীর দেওয়া একটি করে প্রশংসাপত্র ও তুলে দেওয়া হয় ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির  হাতে। 
উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি এবং কৈয়র পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল দত্ত, কৈয়র গ্রাম পঞ্চায়েত প্রধান আগমনী চক্রবর্তী দলুই, উপপ্রধান শাজাহান মন্ডল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা। একদিকে কোভিড ১৯ এর বাড়বাড়ন্ত, অপরদিকে আম্ফানের মরণ ছোবল এই দুই কঠিন পরিস্থিতি  থেকে রেহাই পেতে মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যের মুখমন্ত্রী মমতা ব্যানার্জী সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।  এমনকি আম্ফান তান্ডবে মৃত ব্যাক্তিদের পরিবারের উদ্দেশ্যে আর্থিক সাহায্য ও ঘোষণা করেছিলেন যেটা বাস্তবায়িতও  হয়েছে,  বলে জানান খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল দত্ত।

No comments