Recent comments

ads header

Breaking News

করোনা যুদ্ধে সামিল স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মী ও প্রশাসনিক কর্মীদের হাতে তাদের সুরক্ষার জন্য পি পি ই কিট তুলে দিল দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: করোনা যুদ্ধে সামিল স্বাস্থ্য কর্মী,  পুলিশ কর্মী ও প্রশাসনিক কর্মীদের হাতে তাদের সুরক্ষার জন্য" পি পি ই কিট " তুলে দিল দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ। 

শুক্রবার দুপুরে  পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চের উদ্যোগে করোনা যুদ্ধে সামিল হওয়া পতিরাম এলাকার চারটি উপস্বাস্থ্য কেন্দ্র ও পতিরাম পুলিশ ফাড়িতে কর্মরত পুলিশ কর্মীদের পাশাপাশি  বালুরঘাট জেলা হাসপাতাল ও কোভিড হাসপাতালের কর্মীদের জন্য এর সাথে যুক্ত বিভিন্ন দফতরের আধিকারিকদের হাতে ৯০ জি এস এম এর ২৫ টি পারসোনাল প্রটেকটিভ ইকুউটমেন্ট কিট ( পি পি ই কিট) গুলি তুলে দেয়।পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চের  করোনা নিয়ে তাদের এলাকার জনগনের কল্যান মুলক ও সচেতনতা মুলক কাজে নিজেদের এই নিয়ে ২৪ তম প্রয়াস বজায় রাখলো। আগামী তে তারা এলাকার ৬০০ টি পরিবারের মধ্যে করোনা সক্রমন রুখতে দেহের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য  আর্সেনিক অ্যালবাম থার্টি হোমোপ্যাথি ঔষধ (ইম্যুউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে বলে যা হোমিওপ্যাথি বিশেষজ্ঞ গনের দাবি ) বিতরণ করে করোনার বিরুদ্ধে  তাদের ২৫ তম কর্মসুচির মধ্যে দিয়ে লড়াই জারি রাখবে বলে পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চের তরফে দাবি জানানো হয়েছে।

No comments