Recent comments

ads header

Breaking News

গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক মন্ডলী বাতিলের দাবিতে বিক্ষোভ বামেদের

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক মন্ডলী বাতিলের দাবিতে বিক্ষোভ CPIM এর। শুক্রবার গঙ্গারামপুর চৌপথি এলাকায় CPIM এর পক্ষ থেকে পালন করা হয় এই বিক্ষোভ কর্মসূচি। যেখানে উপস্থিত ছিলেন CPIM জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস,CPIM গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত চক্রবর্তী, পার্থ সরকার,তৌহিদি আমন কৃষ্ণা কুন্ডু সহ আরো অনেকে। এদিন তাদের দাবি গুলির মধ্যে ছিল গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক মন্ডলী বাতিল করতে হবে নতুন করে সেই প্রশাসক মন্ডলী গঠন করতে হবে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা করতে হবে মূলত এই সমস্ত দাবির ভিত্তিতে এদিন গঙ্গারামপুর চৌপতি এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিপিআইএম। যদিও CPIM এর এই বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ বিধায়ক গৌতম দাস ও প্রশাসক অমলেন্দু সরকার।  গঙ্গারামপুরে সিপিএমের বিক্ষোভ সমাবেশকে লোক দেখানো বলে কটাক্ষ করলেন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক অমলেন্দু সরকার ও বিধায়ক গৌতম দাস।সেই সঙ্গে প্রশাসক অমলেন্দু সরকার আরো বলেন সিপিআইএম সামান্য একটি বিষয় নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই গঙ্গারামপুর পৌরসভার তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের মেয়াদ শেষ হয় এরপর এই পৌরসভায় বসানো হয় প্রশাসক ।যেখানে পাঁচজনের একটি কমিটি গঠন করা হয়। প্রশাসক হিসেবে দায়িত্বভার দেওয়া হয় গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকারকে। এছাড়াও এই কমিটিতে রয়েছে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক বর্ধন। গত কয়েকদিন আগেই গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অমলেন্দু সরকার। এরপরে এদিন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক মন্ডলী বাতিলের দাবি তোলেন সিপিআইএম।  সেই দাবিতে সরব হয়ে গঙ্গারামপুর চৌপতি বিক্ষোভ দেখায় সিপিআইএম। যদিও এই বিক্ষোভকে প্রাধান্য দিতে নারাজ গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক অমলেন্দু সরকার ও বিধায়ক গৌতম দাস।

No comments