তিলনার কাঁচা রাস্তা ইচ্ছা করেই পাকা করছেনা কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন, অভিযোগ গ্রামবাসীদের
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দেশ স্বাধীন হওয়ার ৭৩ বছর পার হওয়ার পরও হয়নি কুমারগঞ্জ থানার রামকৃষ্ণ পুর গ্রামপঞ্চায়েতের তিলনা শিবির মোড় থেকে গোয়াল পাড়ার মাটির কাঁচা রাস্তা। এই রাস্তায় সারাবছরই রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা লেগেই থাকে বলে হতাশার সুরে জানালেন ভোটভুডি চালক ভোজু মণ্ডল।
দু কিলোমিটার এই রাস্তার প্রায় পুরো অংশ জুড়ে এখন রয়েছে বড়ো বড়ো খাল, গর্ত, নোংরা জল ও কাঁদা।
মোটকথা,আর কতো বড়ো দুর্ঘটনা ঘটলে তিলনার এই রাস্তা পাকা করবে এলাকার বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, জেলাপরিষদ,পঞ্চায়েত সমিতি ও প্রশাসন? অভিযোগ তিলনা গ্রামবাসীদের।
No comments