বর্ধমান ২ নং ব্লকের বড়সুল ১ নং গ্রাম পঞ্চায়েতের অধীন আহ্লাদীপাড়া গ্রামে হদিস মিললো করোনা আক্রান্ত এক যুবকের
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার, বর্ধমান ২ নং ব্লকের বড়সুল ১ নং গ্রাম পঞ্চায়েতের অধীন আহ্লাদীপাড়া গ্রামে হদিস মিললো করোনা আক্রান্ত এক যুবকের।
আক্রান্ত যুবকের বয়স আনুমানিক ১৮। জানা যায় ওই যুবক কর্মসূত্রে চেন্নাই এ থাকতো।
গত ২০ মে ওই যুবক চেন্নাই থেকে ফিরে সরাসরি আসে বড়সুল ব্লক স্বাস্থকেন্দ্রে। ঐ স্বাস্থ্য কেন্দ্র থেকে তার লালারস সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। এবং সাথে সাথে চেন্নাই থেকে আসা ঐ যুবক কে হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দেওয়া হয়। এরপর গতকাল রিপোর্ট এলে জানা যায় উল্লেখিত যুবক কোভিড ১৯ পজেটিভ। এরপরেই তৎপরতার সাথে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যাক্তিকে কোভিড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং এলাকা সিল করা হয়। এলাকা বাসীকে সতর্কতা অবলম্বন করতে বলা হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।
No comments