Recent comments

ads header

Breaking News

বর্ধমান শহরে ১৭ নং ওয়ার্ডে কে.এ.এস বেড় হাইস্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে এলাকায় উত্তেজনা

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনা সংক্রমণের তীব্রতা রুখতে, বাইরের রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল। কিন্তু বেশিরভাগ মানুষই অবাধ্য হচ্ছিলেন এই নিয়মের। তাই এবার ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করলো রাজ্য সরকার । এর ফলে পূর্ব বর্ধমানের প্রতিটি ব্লকের প্রতি গ্রামে একটি করে কোয়ারেন্টাইন সেন্টার খোলার উদ্যোগ নিলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সেইমতো বর্ধমান শহরে ১৭ নং ওয়ার্ডে খাজা আনোয়ার শাহ বেড় হাইস্কুলকে কোয়ারেন্টাইন হিসাবে চিহ্নিত করা হলে ক্ষোভে ফেটে পরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি এটা একটা জনবহুল এলাকা, তাই এখানে কোনোভাবেই কোয়ারেন্টাইন করা যাবে না।

No comments