করোনা পজিটিভ রোগীকে করোনা হাসপাতালে নিতে আসা পুলিশকে বাধা গ্রামবাসীদের
সৌভিক সরকার, নিউজ অনলাইন: করোনা পজিটিভ রোগীকে করোনা হাসপাতালে নিতে আসা পুলিশকে বাধা গ্রামবাসীর। ফিরে গেল পুলিশ গাড়ি। এই ঘটনার প্রতিবাদে অন্য গ্রামবাসীরা রাস্তায় আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করল। উত্তর ২৪ পরগনা হাবরা ২ নম্বর ব্লকের ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বামনডাঙ্গা এলাকার ঘটনা। গত কয়েকদিন আগেই পরিযায়ী শ্রমিক একটি সোনার দোকানে কাজ করা ওই যুবক চেন্নাই থেকে গ্রামে ফিরে আসে। অশোকনগর হাসপাতাল থেকে তার সোয়াব পরীক্ষা হয় এবং সোয়াব পরীক্ষায় দেখা যায় সে পজিটিভ। সেই অনুযায়ী এদিন প্রশাসনের তরফ থেকে পুলিশ আসে সন্ধ্যেবেলা তাকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে চিকিৎসার জন্য। কিন্তু স্থানীয় কিছু বাসিন্দারা বাধা দেয় এবং তারা জানায় সামান্য অসুখ নিয়ে যেতে দেব না। এই ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামের অন্যান্য অধিবাসীরা এবং তারা এখন পথ অবরোধ শুরু করেছে রাস্তায় আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ চলছে।
No comments