ফের করোনার থাবা পূর্ব বর্ধমানের মেমারি কুচুট গ্ৰাম পঞ্চায়েতের পাহাড়হাটী গ্রামের বাকারপুল এলাকায়
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলায় আবার করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন মেমারি কুচুট গ্ৰাম পঞ্চায়েতের পাহাড় হাটী গ্রামের বাকারপুল পাড়ার এক মহিলা। তিনি এখন কলকাতায় আমরিতে চিকিৎসাধীন রয়েছেন। ঐ মহিলার সরাসরি সংস্পর্শে থাকা বাবা, মা, দিদি, কাকা ও কাকিমাকেও গাংপুরে ‘কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।জেলা শাসক বিজয় ভারতী জানান ঐ মহিলার করোনা-পরীক্ষার জন্য দুইবার নমুনা সংগ্রহ করা হয় তখনও দুইবার ই করোনা রিপোর্ট নেগেটিভ আসে।তৃতীয়বার টেস্ট করা হলে ঐ মহিলার কোভিড১৯ পজেটিভ ধরা পরে।
জেলা শাসক বিজয় ভারতী আরও বলেন ঐ মহিলার প্রত্যক্ষ সংস্পর্শে আসা পাঁচ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
কার্যত এই ঘটনার পরেই পুলিশের পক্ষ থেকে ওই এলাকা সিল করে দেওয়া হয়েছে।
পাশাপাশি এলাকা স্যানিটাইজ করা হচ্ছে।
No comments