একাধিক দাবি-দাওয়া সামনে রেখে থালা-গ্লাস নিয়ে অবস্থান-বিক্ষোভে বসলো DYFI কর্মীরা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:
লকডাউন এর মাঝেই একাধিক দাবি-দাওয়া পূরণের লক্ষ্যে থালা, গ্লাস নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে বসলো সিপিএমের যুব সংগঠন DYFI কর্মীরা।
মূলত ,অতি দ্রুত ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দাবি, স্বচ্ছ রেশন ব্যবস্থা ও সারা রাজ্যব্যাপী তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবি জানায় DYFI কর্মীরা।
সকাল থেকেই কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বংশীহারী বিডিও অফিসের সামনে প্রশাসনের তরফে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা হয়।
এই অবস্থান বিক্ষোভের পাশাপাশি সিপিএমের যুব সংগঠন DYFI এর তরফে বংশীহারীর বিডিও সুদেষ্ণা পাল কে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI বংশীহারী লোকাল কমিটির অন্যতম সদস্য সাহিল কবির সহ অন্যান্য নেতৃত্বরা।
No comments