বনগাঁয় স্টেট ব্যাংকে গ্রাহক পরিষেবা বন্ধ হল সোমবার , ভোগান্তির শিকার গ্রাহকরা
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
উত্তর ২৪ পরগনার বনগাঁয় ২১ দিনের জন্য বন্ধ হয়েছে বাজার ঘাট l সাধারণ মানুষের বাইরে বেরোনোর উপরের জারি হয়েছে নিষেধাজ্ঞা l ব্যাংকে টাকা তুলতে ভিড় জমাচ্ছে গ্রাহকরা l সেই কারণে কন্টেইনমেন্ট জোনে থাকা ব্যাংকগুলোর গ্রাহক পরিষেবা বন্ধ করা হল l হঠাৎ করে ব্যাংকে গ্রাহক পরিষেবা বন্ধ হওয়ার ফলে ভোগান্তির শিকার গ্রাহকরা l মেয়ের অপারেশনের জন্য টাকা তুলতে এসেও ফিরতে হয়েছে গ্রাহকদের l পেনশনের টাকা তুলতে এসে ফিরতে হয়েছে অনেককে l ব্যাংক কর্তৃপক্ষ কোনো বক্তব্য না দিলেও জানিয়েছেন মহাকুমা প্রশাসনের নির্দেশেই গ্রাহক পরিষেবা বন্ধ করা হয়েছে l মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি l
No comments