Recent comments

ads header

Breaking News

পেট্রাপোলে শুরু হল আমদানি রপ্তানি

সৌভিক সরকার, নিউজ অনলাইন: জিরো পয়েন্টে ট্রাক থেকে ট্রাকে পণ্য আদান প্রদানের মধ্য দিয়েই শুরু হলো ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি ব্যবসা l লকডাউন এর ফলে পেট্রাপোল সীমান্তে আমদানি রপ্তানি ব্যবসা বন্ধ হয়েছিল দীর্ঘদিন ধরেই l সাম্প্রতিক কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধি দলের বৈঠকের পরে  বুধবার পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্ট ও ব্যবসায়ী এবং বেনাপোলে ক্লিয়ারিং এজেন্ট এবং ব্যবসায়ীদের মধ্যে আমদানি রপ্তানি ব্যবসা শুরু করবার জন্য জিরো পয়েন্টে বৈঠক হয় l সেই বৈঠক থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল দুই দেশের মধ্যবর্তী জিরো পয়েন্টে ট্রাক থেকে ট্রাকে পণ্য ওঠানো এবং নামানো হবে l সেই মতই বৃহস্পতিবার দুপুরের পরে  ভারত-  বাংলাদেশের মধ্যবর্তী নোম্যান্সল্যান্ডে ট্রাক থেকে ট্রাকে পণ্য উঠানো নামানো শুরু হয় l দীর্ঘ প্রতীক্ষার পর আমদানি রপ্তানি শুরু হলো পেট্রোপল বন্দরে l

No comments