Recent comments

ads header

Breaking News

করোনা আতঙ্কের মধ্যে আচমকা গ্রাম জুড়ে গরুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া জেলার কাটাপাহাড়ি গ্রামে


কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনা আতঙ্কের মধ্যে আচমকা গ্রাম জুড়ে গরুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়া জেলার ছতনা ব্লকের মেটাল্যা পঞ্চায়েত এর কাটাপাহাড়ি গ্রামে। গ্রামবাসীদের দাবি গত সাত দিনে প্রায় আট টি গরু মারা যায়। খবর পেয়ে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সমষ্টী প্রাণী সম্পদ আধিকারিক ডাক্তার মানস কুমার মন্ডল, জেলার উপ অধিকর্তা ডাক্তার চিন্ময় চক্রবর্তী, ব্লকের পশু চিকিৎসক ডাক্তার তারাপদ সাহা সহ কয়েকজনের টিম ওই গ্রামে পৌছায়। এবং সেখানে গিয়ে জানতে পারেন যে দুই বছরের কম বয়সী বাছুর বেশি ক্ষতিগ্রস্ত। গরু গুলিকে জন বসতি বিহীন একটি মাঠে মাটি দেওয়া হয়, এবং আক্রান্ত গরু গুলির লালারস ও রক্ত সংগ্রহ করে পরীক্ষায় পাঠান। রিপোর্ট আসার পড়ে জানা যায় গরু গুলি *(ব্ল্যাক কোয়ারটার )* রোগে আক্রান্ত হয়েই মারা যায়। গ্রাম বাসীদের উদ্দেশ্যে জানানো হয় এতে ভয়ের কিছু নেই।  

No comments