খেলতে খেলতে ক্যানেলে পড়ে মৃত্যু হল তিন বছরের শিশুর
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: ৩০শে শনিবার বেলা ১২টা নাগাদ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মনোহরপুরে হিজলি টাইডল ক্যনেলে পড়ে মৃত্যু হল তিন বছরের শিশুর।
তার দাদু বলেন ঐ ক্যানেলের জল তারা ব্যবহার করে, সেই মতো বৌমা থালা বাসন ধুয়ে বাড়ির ভেতরে রান্না করছিল , নাতি বাড়ির উঠনে খেলছিল সবার অজান্তেই ওখানে পড়ে যায়।অনেক খোঁজা খুঁজির পরে নাতিকে ওখানে হাবুডুবু খেতে দেখতে পান ।
সঙ্গে সঙ্গে রেয়াপাড়া হাসপাতালে আনলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
বাবা সৌদালি সা পেশায় দিন মজুর তার একমাত্র ছেলে মাসুম বয়স ৩।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে।
No comments