INTERNATIONAL

অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন BJMTU নেতা কাজল আলি

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর-২নং  পঞ্চায়াতের -১৩টি বুথে বর্তমান লকডাউন পরবর্তী সময়ে  
অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন  BJMTU নেতা কাজল আলি। আজ তিনি প্রায় ২০০ দুঃস্থ মানুষদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে হাতে তুলে দেন।
তমলুক সাংগঠনিক জেলার BJMTU ( ভারতীয় জনতা মজদুর ট্রেডইউনিয়ন) সভাপতি কাজল আলি জানান,লকডাউন পরবর্তী সময় থেকে জেলার বিভিন্নপ্রান্তে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।আগামীদিনেও মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে জানান কাজল বাবু।
Share on Google Plus

About NEWS ONLINE

0 coment rios:

Post a Comment