অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন BJMTU নেতা কাজল আলি
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর-২নং পঞ্চায়াতের -১৩টি বুথে বর্তমান লকডাউন পরবর্তী সময়ে
অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন BJMTU নেতা কাজল আলি। আজ তিনি প্রায় ২০০ দুঃস্থ মানুষদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে হাতে তুলে দেন।
তমলুক সাংগঠনিক জেলার BJMTU ( ভারতীয় জনতা মজদুর ট্রেডইউনিয়ন) সভাপতি কাজল আলি জানান,লকডাউন পরবর্তী সময় থেকে জেলার বিভিন্নপ্রান্তে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।আগামীদিনেও মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে জানান কাজল বাবু।
No comments