কোলাঘাট ব্লকের দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ কোলাঘাট ব্লকের দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র।এদিন তিনি ভোগপুর ও দেঁড়িয়াচক অঞ্চলের অন্তর্গত ১৫০ দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলেন খাদ্যসামগ্রী।এছাড়াও এদিন জঁফুলি ও ঝোকুড়কুল গ্রামে গিয়ে সম্প্রতি আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িতে গিয়ে দিয়েআসেন ত্রিপল।সুমিত্রা দেবী জানান,লকডাউন পরবর্তী সময় থেকে মানুষের পাশে থেকে কাজ করেছেন এবং ব্লক এলাকার অসংখ্য মানুষকে ত্রান সাহায্য তুলে দিয়েছেন।তবে আমফানের ক্ষতি এই কোলাঘাট ব্লকে যথেষ্টই প্রভাব পড়েছে।আর ঝড়ের প্রভাবে অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।তাই জেলা পরিষদের ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের হাতে গিয়েই ত্রিপল তুলে দেওয়া হলো।আগামীদিনও মানুষের পাশে থেকে কাজ করবেন বলে জানান জেলা পরিষদের এই কর্মাধ্যক্ষ।
No comments