Recent comments

ads header

Breaking News

এবছর তিল চাষ করে ব্যাপক ক্ষতির আশঙ্কায় দক্ষিণ দামোদরের খোরশি এলাকার চাষীরা

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে রাজ্যের বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক হারে। মূলত বোরো ধানের কিছুটা ভাগ চাষীদের ঘরে উঠলেও বাকি নষ্ট ক্ষেতের জমিতেই। 
অপরদিকে সিংহভাগ ক্ষতির মুখে জেলার তিল চাষীরা। তিল চাষের উপর দিয়ে বয়ে গেছে শিলা বৃষ্টি থেকে শুরু করে আম্ফানের মতো দুর্যোগ। কৃষি অর্থনীতিতে দানা শস্যের পরেই তৈলবীজের কথা উঠে আসে। আর এই তৈলবীজের মধ্যে অন্যতম তিল এবং সরিষা। 
এবার তিল চাষ করেই ব্যাপক ক্ষতির আশঙ্কায় দক্ষিণ দামোদরের খোরশি এলাকার চাষীরা। পেকে যাওয়া তিলের ক্ষেতে জমে আছে জল। এবং তারই মাঝে হতাশাগ্রস্ত হয়ে অর্ধেক নষ্ট হয়ে যাওয়া ফসল কাটছেন চাষীরা। বিঘার পর বিঘা জমিতে তিল গাছ দেখা গেলো মৃতপ্রায় অবস্থায়।  চাষীরা জানিয়েছেন ফসল ফলনের যা খরচা সেটার অর্ধেকও পাওয়া যাবেনা।

No comments