কাঁথিতে পথ দুর্ঘটনায় মৃত যুবক
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন, কাঁথি ,পূর্ব মেদিনীপুর: আবারও এক পথ দুর্ঘটনা ঘটলো কাঁথি এগরা রাস্তায়। ঘটনাটি ঘটেছে কৃষ্ণ চক পাওয়ার হাউস এর কাছে I স্থানীয় সূত্রে জানা যায় নিহত ব্যক্তির নাম ঋজু জানা বাড়ি কঁচুড়ি গ্রামে। জানা গেছে গতকাল রাত্রি বারোটা নাগাদ কাঁথি থেকে নিজ বাড়ি কঁচুড়ি ফিরছিলেন। এমন সময় কাঁথি রেল গেটের পাশে কৃষ্ণচক পাওয়ার হাউসের কাছে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারেন ওই যুবক। ঘটনাস্থলে ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন । স্থানীয় লোকজনেরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে রক্তাক্ত দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়, হাসপাতাল শনাক্ত করে মৃত ঘোষণা করে। কাঁথি থানার পুলিশ ময়না তদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠিয়েছে। এই দুর্ঘটনার জেরে এলাকার লোকজন শোকস্তব্ধ।
No comments