প্রিয়াংকা রক্ষিতের উদ্যোগে নাট্যব্যক্তিত্ব দীপক রক্ষিতের স্মৃতির উদ্দেশ্যে বালুরঘাট শহরের বিভিন্ন মাঠ কর্মী এবং দরিদ্র নাট্যজগতের ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হলো খাদ্যদ্রব্য
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট শহরের অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব তথা নাট্যব্যক্তিত্ব দীপক রক্ষিতের প্রয়াণ ঘটে বিগত দু'বছর আগে। আর বালুরঘাটের এই অন্যতম বিশিষ্টজনের প্রয়াণ দিবস উপলক্ষে তার কন্যা প্রিয়াংকা রক্ষিত দাস অভিনব উদ্যোগ নিলেন। করণা ভাইরাসের সংক্রমনের ফলে লকডাউন চলছে দুই মাসের বেশি সময় ধরে। তাই বিভিন্ন মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। সেই কারণে অন্যান্য দরিদ্র মানুষের মতোই ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত দরিদ্র ব্যক্তি এবং নাট্য জগতের সঙ্গে যুক্ত দরিদ্র ব্যক্তিদেরও বাড়িতে অর্থাভাব সৃষ্টি হয়েছে। কিন্তু এই মানুষগুলো সমাজের অন্যান্য দরিদ্র মানুষদের মতো সহজে কারও সাহায্য নিতে সঙ্কোচ বোধ করেন। তাই প্রিয়াংকা রক্ষিতের উদ্যোগে তাদের স্মৃতির উদ্দেশ্যে বালুরঘাট শহরের বিভিন্ন মাঠ কর্মী এবং দরিদ্র নাট্যজগতের ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হলো খাদ্যদ্রব্য। সমাজের দরিদ্র মানুষদের কথা অনেকেই ভাবলেও এই ক্রীড়াজগৎ এবং সাংস্কৃতিক জগতের দরিদ্র মানুষদের কথা অনেকেই ভুলে গেছেন। তাই সমাজের এই অংশের দরিদ্র মানুষদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা রক্ষিতের এই উদ্যোগটি প্রশংসনীয় বলে মনে করছেন বালুরঘাটের সংস্কৃতিপ্রেমী ও ক্রীড়াপ্রেমী মানুষজন।
No comments