কোলাঘাট ব্লকে গত ৪৮ ঘন্টায় ৯ জন করোনা আক্রান্ত হওয়ায় রীতিমতো চিন্তার ভাঁজ প্রশাসনের
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
করোনা ক্রমশই চোখ রাঙাচ্ছে কোলাঘাট সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।পরিযায়ী শ্রমিকেরা জেলায় প্রবেশ করার পরই করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।শনিবার সন্ধ্যা পর্যন্ত কোলাঘাট ব্লকজুড়ে আক্রান্তের সংখ্যা ৯। এরপর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের ব্যবস্থাপনায় আক্রান্তদের মেছোগ্রাম বড়োমা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানাগেছে আক্রান্তদের বাড়ি বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েত, পুলিশিটা গ্রামপঞ্চায়েত,বৈষ্ণবচক,কোলাঘাট-২ গ্রামপঞ্চায়েত এলাকায় বাড়ি বলে জানাগেছে।তবে এই ঘটনার পরই এলাকা শীল করা হচ্ছে।যদিও কোলাঘাট ব্লকে এরআগে একজন করোনা আক্রান্ত পাওয়া গিয়েছিলো।গতসপ্তাহে ঐ যুবক সুস্থ্যহয়ে বাড়ি ফেরে।সবমিলিয়ে গত ৪৮ ঘন্টায় ৯ জন করোনা আক্রান্ত হয়ে যাওয়ায় রীতিমতো চিন্তার ভাঁজ প্রশাসনের। এদিন বিকেলে কোলাঘাট ব্লক অফিসে এক উচ্চপর্যায়ের বৈঠক হয় পুলিশ, বিডিও, সভাপতি,সহসভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে বৈঠক হয়।জানাগেছে করোনা আক্রান্ত এলাকায় স্যানেটাইজের কাজ করা হবে দ্রুত।
No comments