বুনিয়াদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কেবল কর্মীর
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক কেবল কর্মীর। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার আম্বই গ্রামের ঘটনা। মৃত কেবল কর্মীর নাম পবিত্র অধিকারী (২৮). বাড়ি বংশীহারী থানার কোয়েল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুনিয়াদপুর এর একটি টেলিভিশন সম্প্রচারের কেবল সংস্থার নতুন কেবল টানার কাজ করছিলেন পবিত্র। রাস্তার বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ব্যবহার করে, এবং কিছু জায়গায় বৈদ্যুতিক তারের উপর দিয়ে এই কেবল টাঙ্গানোর কাজ করার সময় কেবল ছুড়ে উপরে দেওয়ায় তা 11 হাজারের হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে যায়। সাথে সাথেই বিদ্যুৎপিষ্ট হয়ে পড়ে সে। এরপর তাকে বুনিয়াদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
পবিত্র অধিকারী মাত্র এক বছর আগেই বিয়ে করেছিলেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বংশীহারী থানার পুলিশ তদন্তে নেমেছে।
No comments