এবার করোনায় আক্রান্ত মহিষাদলের এক যুবক
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: এবার করোনা আক্রান্ত মহিষাদলের এক যুবক। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসার পর তাকে ভর্তী করানো হয়েছে পাঁশকুড়ার করোনা হাসপাতালে। ওই যুবকের বাড়ি সহ পাশের বাড়ির ১২ জন সদস্যকে দুটি হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজকে ওই এলাকা পরিদর্শনে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ জেলা স্বাস্থ্য ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ওই গ্রামের তিন কিমি এলাকা শিল করা হবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ওই যুবক কোলকাতার একটি মিষ্টি দোকানে কাজ করতেন। সোমবার সে বাড়িতে ফেরে। মঙ্গলবার তার সোয়াবের নমুনা নেওয়া হয়। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। তারপর প্রশাসনিক তৎপরতা শুরু হয়। গ্রামে ঢোকার রাস্তায় ইতিমধ্যেই সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। ওই এলাকার কেউ যাতে বাইরে না বেরোয় এবং ওই এলাকায় বাইরে থেকে কেউ যাতে ঢুকতে না পারে সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে।
No comments