শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ১ পঞ্চায়েতের প্রধান ও সমাজসেবী সেলিম আলির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: শনিবার দুপুরে কোলাঘাট ব্লকের পশ্চিম মানিকা গ্রামে ১০০ দুঃস্থ মানুষকে সাহায্যের হাতবাড়ালো শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ১ পঞ্চায়েতের প্রধান ও সমাজসেবী সেলিম আলি।যার নিজস্ব উদ্যোগে গত একমাস ধরে শহীদ মাতঙ্গিনী ও কোলাঘাট ব্লকের বিভিন্ন গ্রামেগঞ্জে মানুষের পাশে খাবার পৌঁছে দিচ্ছেন।সেলিম বাবু জানান এখনো পর্যন্ত সাড়ে পাঁচহাজার মানুষকে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন।আগামী দিনও মানুষের পাশে থেকে কাজ করে যাবেন।আজ পশ্চিম মানিকা গ্রামে ১০০ জনকে খাদ্যসামগ্রী তুলে দেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব জৈন,সেক ইলিয়াস,বৈষ্ণবচক পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ বিশিষ্টজনেরা।
No comments