Recent comments

ads header

Breaking News

আমডাঙ্গায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত পুলিশ কর্মী

সৌভিক সরকার, নিউজ অনলাইন:
আমডাঙ্গার তেঁতুলিয়া গ্রামে খুনের ঘটনায় অভিযুক্ত সন্তোষ পাত্রকে গ্রেপ্তার করল বারাসাত জেলা পুলিশ।  আত্মসমর্পণ করে অভিযুক্ত নিজদোষ স্বীকার করে নিয়েছে।যে  সার্ভিস রিভলবার দিয়ে খুন করা হয় সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে । খুনের কারণ হিসেবে যা সামনে এসেছে তার কারণ শ্লীলতাহানির  প্রতিশোধ নিতেই খুন।  আর্থিক কোনো কারণে এই খুন হয় নি বলে পুলিশ জানিয়েছে।  অভিযুক্তের স্বীকারোক্তি থেকে জানা গেছে তার স্ত্রীর অসম্মানের বদলা নিতেই  সে শুক্রবার রাতে গুলি চালিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে । প্রসঙ্গত, শুক্রবার রাতে বিধাননগরের এডিশনাল ডিসির দেহরক্ষী সন্তোষ পাত্রের গুলিতে খুন হয় দুই ভাই সুমন্ত মন্ডল ও অনন্ত মন্ডল। এদিন এবিষয়ে বারাসাত এস পি অফিসে সাংবাদিক সম্মেলন করেন বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়  । পুলিশ সুপারের বক্তব্য থেকে  খুনির স্বীকারোক্তির বিষয়টি জানা যায়। স্বীকারোক্তি থেকে পরিষ্কার যে দুই ভাই খুন হলেও এবং অপর একজন আহত হলেও খুনীর মুল ক্রোধ ছিল একমাত্র সুমন্ত মন্ডলের  ওপরে। সুমন্ত মন্ডল তার স্ত্রীকে দৈহিক নিগ্রহ করেছিল বলে জানিয়েছে ধৃত। তার  টার্গেট কেবল সুমন্ত মন্ডলই ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । উল্লেখ্য শুক্রবার  সন্ধ্যার অন্ধকারে যখন গুলি চলে  তখন দুই নিহত ও অপর আহত একত্রে গল্পগুজব করছিল । সেই সময়ই প্রতিহিংসা চরিতার্থ করতে সার্ভিস রিভলবার থেকে গুলি চালায় কন্সটেবল সন্তোষ পাত্র। শনিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে।।

No comments