Recent comments

ads header

Breaking News

জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই


প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন ভাই। অবশেষে পুলিশের জালে ধরা পড়লো দাদা। ঘটনাটি ঘটছে মারিশদা থানার পানিচিয়াড়ি গ্রামে। মৃত যুবক রবীন সামন্ত (২৪)। রাতেই পুলিশ গিয়ে রাস্তার উপর থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।মদ্যাপ দুই ভাই বাড়ি ফিরলে সম্পওি সংকান্ত নিয়ে বচসা শুরু হয়। রাতেই রক্তাক্ত পড়ে থাকতে দেখে থানার খবর দেয় স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালের মৃতদেহটি কাঁথি হাসপাতালের ময়না তদন্তে পাঠিয়েছে। এরপর পুলিশ একটি মামলার দায়ের করেন। এই ঘটনার পর খুনী দাদাকে গ্রেফতার করে।
পুলিশের কথায়  প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে খুন করা হয়েছে।ময়না তদন্তে রির্পোট এলে মৃত্যুর কারন অনেকটা পরিস্কার হবে।একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments