দুই ভাইকে খুন করে পলাতক পুলিশ কর্মী ঘটনাস্থলে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
উত্তর 24 পরগনার আমডাঙা থানার তারাবেরিয়া পঞ্চায়েত এলাকায় নিজের দুই ভাইকে খুন করে পুলিশে কর্মরত এক যুবক। আহত হয় তাদের বাবা। ঘটনাস্থলে দিন পরিবারের সঙ্গে দেখা করতে যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পর। সাংবাদিকদের জানান মৃত অরূপ মন্ডল ও সুমন্ত মন্ডল এর পরিবারকে 5 লক্ষ করে টাকা দেবেন এবং আহত কে দু লক্ষ টাকা দেবার ব্যবস্থা করবেন।
খুনের ঘটনায় পুলিশি ব্যবস্থার সমালোচনা করে তিনি জানায় একজন পুলিশকর্মী কিভাবে বাড়িতে বন্দুক নিয়ে আসতে পারেন। তিনি প্রশ্ন তোলেন আইনের ব্যবস্থা নিয়ে।পুলিশকর্মী কখনোই সার্ভিস রিভলভার বাড়িতে আনতে পারেন না। ঘটনায় জড়িত অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেপ্তারের দাবি তোলেন। তিনি আরো জানায় তাদের দলীয় কর্মীর বাড়িতে দেখা করতে আসায় পুলিশ বাধা সৃষ্টি করে। এবং আমডাঙা জুড়ে অসামাজিক কাজের সঙ্গে বহু মানুষ যুক্ত হচ্ছেন তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন সাংসদ
No comments